খালিশপুর থানা প্রতিনিধি ঃ কাজী রায়হান তানভীর সৌরভের তথ্যচিত্রে বিস্তারিত….
৩১/৩/২৪ দূপুর ১২.৩০ মিনিটে খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রচুর ব্যস্ততম ওই মহাসড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো লক্ষ প্রাণ, কিন্তু চালকদের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে, এ মহাসড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ, প্রায় দিনই এই মহাসড়কে দুর্ঘটনার কথা শোনা যায়।
কিছুদিন আগে একই জায়গায় ডাম্পারের সাথে দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
কিছুদিন পরপরই এখানে সড়ক দুর্ঘটনা হয়, অধিকাংশ সময়ই জানা যায় যে বেপরোয়া গতিই সড়ক দুর্ঘটনার কারণ, আমাদের এই নিত্য দিনের ব্যস্ততাই যেন হয়ে উঠছে আমাদের মৃত্যুর কারণ।, অল্প কিছু সময় বাঁচানোর তাগিদে আমরা যেন প্রতিনিয়তই হারিয়ে ফেলছি তাজা প্রাণ।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বপ্রথম সচেতন হতে হবে আমাদের,
একমাত্র আমাদের সচেতনতাই হতে পারে কোন এক মায়ের কোল খালি হওয়া থেকে রক্ষা।
আসুন সকলে মিলে সচেতন হই ট্রাফিক আইন মেনে চলি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।