তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫মার্চ) সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমীন। আলোচনা সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।