মিলন হুসাইন নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( নোবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুর ১২.০০ টাই বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসের লাইব্রেরি ভবনের নিচ তলায় ক্যাম্পাসের আশেপাশের ছিন্নমূল মানুষের মাঝে এই খাদ্য বিতরন অনুষ্ঠিত হয়।
খাদ্যসামগ্রী বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা এবং শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ সিয়াম ও বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহীন কাদির ভূঞা এবং প্রথম আলো বন্ধুসভা, নোবিপ্রবির সভাপতি মো.আবু রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত নোবিপ্রবি বন্ধু সভার উপদেষ্টা শাহীন কাদির ভূঞা সকলের প্রতি আহবান করেন যেন সবাই এই ধরনের ছোট ছোট কাজে সকলে উৎসাহ প্রদান করে। পরবর্তী বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সিয়াম বলেন, নোবিপ্রবি’র প্রথম আলো বন্ধুসভার সদস্যরা তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে খাদ্যসামগ্রী বিতরণের এই আয়োজন করেছে যা প্রশংসনীয়।
উল্লেখ্য, বিগত বছরগুলাতে ১৫/২০ টা পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এইবার ৫ টি পরিবারের মধ্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সদস্যদের মাঝ থেকে উত্তোলিত বাকি অর্ধেক টাকা নোবিপ্রবির ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ সেশনের ফারসিম – এর ব্লাড ক্যান্সারের চিকিৎসা বাবদ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নোবিপ্রবি বন্ধু সভার নব্য যুক্ত হওয়া সদস্যদের সংগঠনটির উল্লেখ্যযোগ্য কর্মসূচিগুলো বর্ণনা ও প্রয়োজনীয়তা বুঝিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়