শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা লক্ষে ওয়েভ ফাউন্ডেশনের এ এনসি কমিটির এক সভা গতকাল শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এএনসি কমিটির বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিস্বাস। উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হোসেন, উপসহকারী সমন্বয়কারী আহসানউল্লাহ আরো উপস্থিত ছিলেনএএনসি বটিয়াঘাটা কমিটির সম্পাদক বুলু রায় গাঙ্গলী, এসএম ফরিদ রানা,সুব্রত মিস্ত্রি,জয়দেব দাস, সাংবাদিক ইমরান হোসেন সুমন,আবুল কালাম আজাদ,সাংবাদিক তরিকুল ইসলাম, শাহিনা সুলতানা,মারুফা বেগম,সওদা বেগম,সোহরাব হোসেন,পরিনীতা দাস,রতন সাহা প্রমূখ। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।