1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ…. নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বটিয়াঘাটায় টঙ্গী ইজতেমায় হত্যাকারীদের শাস্তির দাবিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১ ১৬ ডিসেম্বর ঢাকা স্বাদীনির পর,  প্রচন্ড  যুদ্ধের পর ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনাঃ নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলনঃ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত

শরণখোলায় সাংবাদিক পরিচয়ে প্রতিবেশীদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলনঃ

মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় সরকারি কলেজে কর্মরত এবং সাংবাদিক পরিচয়দানকারী কম্পিউটার কাম মেকানিক্স মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকনের বিরুদ্ধে প্রতিবেশীদের বিভিন্নভাবে হয়রানি, জমি দখল, হাঁসমুরগী চুরি ও পরনারীর আসক্তের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে রিপন আকন।
৪ঠা মার্চ দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার মঠেরপাড় গ্রামের বাসিন্দা মাস্টার ইয়াকুব আলী আকনের পুত্র মনিরুজ্জামান আকন নিজেকে কলেজের প্রফেসর ও সাংবাদিক পরিচয় দিয়ে তার প্রতিবেশী রিপন আকন, ইকরাম আকন, রাজামিয়া আকন, শহিদ আকন সহ এলাকার অনেকের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদে লেগে থাকে। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ইকরাম আকনের দুটি হাঁস তাদের বাড়ির পুকুরে গেলে তার একটি জবাই করে খায় বলে অভিযোগ করেন ইকরাম আকন ও রিপন আকন।
এ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে মসজিদে নামাজ শেষে মনিরুজ্জামান আকন ও তার ভাই মিজান আকন ও তার বাবা ইয়াকুব আকনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি একই এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু মিমাংশা করে দেওয়ার কথা বলেন। কিন্তু মনিরুজ্জামান ও মিজান মিমাংশায় না গিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে স্থানীয় সোশাল মিডিয়ায় ইকরাম আকনকে মাদক সম্রাট বলে আখ্যায়িত করে। এছাড়া আমার আপন ভাই রাজা মিয়া আকন, চাচাতো ভাই শহিদ আকন, রিপন আকন ও মধু আকনের নামে মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি আরও জানান, মনিরুজ্জামান আকন ও তার পরিবার অন্যের জমি জবর দখল, গরু-ছাগলের পা পিটিয়ে ভেঙ্গে দেওয়া সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। কয়েক মাস পূর্বে নলবুনিয়া বাজারে মনিরুজ্জামান আকন একটি মেয়েকে ধর্ষনের চেষ্টাকালে এলাকাবাসীর গনধোলাইয়ের শিকার হন ও তার ভাই মিজান আকন ৪/৫ মাস পূর্বে খোন্তাকাটা ক্লিনিকে এক নার্সকে ধর্ষনের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়।
এ ব্যাপারে মনিরুজ্জামান আকন বলেন, নারী সংক্রান্ত বিষয়টি মিথ্যা। ইকরাম আকন ও রিপন আকনের সাথে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া হাঁস সংক্রান্ত বিষয়টি নিয়ে তারা মসজিদ এলাকায় আমার বাবা, ভাই সহ আমাকে অন্যায় ভাবে মারধর করেছে। এ বিষয়টি ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান আকনের পরিবারের সাথে রিপন আকন ও ইকরাম আকনের সাথে পারিবারিক ঝামেলা আছে। তাদের পারিবারিক সমস্যা বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছি।

মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাট
তারিখঃ ০৪-০৩-২০২৪ম

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park