টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী করে ফেন্সিডেলসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৮ডিসেম্বর সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন সিএনজির পিছনে বসা এক যাত্রীর আচরন সন্দেহজন হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত যাত্রীর হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ আরিফ (৩৫) কে আটক করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটক আসামীকে জব্দকৃত ফেন্সিডিলসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে খোঁজ নিয়ে জানাযায়, অরিফ অলিয়াবাদ এলাকায় বসবাস করলেও মূলত সে একজন রোহিঙ্গা নাগরিক। বিগত কয়েক বছর আগে পরিবারের সাথে মিয়ানমার থেকে এসে পৌরসভার অলিয়াবাদ এলাকায় বসবাস শুরু করে ছোটখাট ব্যবসা শুরু করে এবং পরবর্তী মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এর আগেও ইয়াবাসহ বেশ কয়েকবার আটক হয়ে জামিনে বেরিয়ে আসে। তার আরো ৩ ভাই তার মাদক সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে এলাকাবাসী।