নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম (৩০) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম (৩০) নড়াইল জেলার সদর থানাধীন পঙ্কবিলা গ্রামের মোঃ মফিজ উদ্দীন মোল্যার ছেলে। গতকাল নড়াইল সদর থানা পৌরসভাধীন রূপগঞ্জ বাজার খেয়াঘাটের ইয়াসিন আরাফাত এর চায়ের দোকানের সামনে ঘাটের সিড়ির উপর হতে তাঁদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন ও এএসআই (নিঃ) মোঃ সেলিম মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম(৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশত পঞ্চাশ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বিপ্লব শিকদার (২২) ও মোঃ হাসিব মোল্যা (২১) নামের ০২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বিপ্লব শিকদার (২২) নড়াইল জেলার সদর থানাধীন মালিডাঙ্গা, পশ্চিমপাড়া গ্রামের সাইফুল সিকদারের ছেলে ও মোঃ হাসিব মোল্যা নড়াইল জেলার মালিড়াঙ্গা গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে। (৮ ডিসেম্বর রাত) নড়াইল সদর থানাধীন ৬ নং তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামস্থ মিনা বাজারের উত্তর পার্শ্বে জনৈক্য আব্বাস ভূঁইয়ার বসতবাড়ির পূর্ব পাশে আজাদ ভুঁইয়ার পুকুরের পূর্ব পাড় হতে তাঁদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বিপ্লব সরদার (২২) ও মোঃ হাসিব মোল্যা (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।