1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১ ১৬ ডিসেম্বর ঢাকা স্বাদীনির পর,  প্রচন্ড  যুদ্ধের পর ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনাঃ নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ঢাকায় আটক

বটিয়াঘাটা উপজেলায় চর খালী মাছালীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র নিয়ে হামলা।

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

বটিয়াঘাটা উপজেলায় চর খালী মাছালীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র নিয়ে হামলা।

মোঃ ইমরান খুলনা জেলা প্রতিনিধি :-

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৩নং গঙ্গারামপুর ইউনিয়নে চরখালি মাসালিয়া গ্রামের সৌরভ বৈরাগীর হাঁস হারিয়ে যাওয়া কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভুতোভোগী পরিবার আহত সবিতা রানীর স্বামী ব্রজ মন্ডল বলেন ,আমি বাড়িতে ছিলামনা । আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছি । আসামী আমার গ্রাম্য প্রতিবেশী। বিভিন্ন বিষয় নিয়ে আসামীর সাথে আমার পূর্ব থেকে শত্রুতা চলে আসছে । তারই ধারাবাহিকতায় আসামী আমার ও আমার পরিবারের লোকজনদের মারপিট সহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছে। গত ৮ নভেম্বর দুপুর অনুমান আড়াই টায় আমার স্ত্রী-সবিতা বিশ্বাস (৩৯) দুপুরের খাবারের জন্য আমাদের পালিত একটি দেশী মুরগি রান্না করে এবং একই দিনে সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় আসামীর কাকাতো ভাই মৃনাল বৈরাগীর পুত্র বিশ্বজিত বৈরাগী (৩৮) এর ১ টি রাজ হাঁস হারিয়ে যায়। পরদিন ৯ নভেম্বর  দুপুর অনুমান দেড় টায় আমার মেয়ে সিথি মন্ডল (০৯) আমাদের প্রতিবেশী সঞ্জয় বৈরাগী (৪৯) এর ছেলেকে গতকালের রান্না করা মাংস খাওয়ার জন্য বলে। ওই সময় আসামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উক্ত কথাবার্তা শোনে এবং গত ৮ নভেম্বর  সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় আসামীর কাকাতো ভাই বিশ্বজিত বৈরাগী (৩৮) এর হারিয়ে যাওয়া রাজ হাঁসটি আমরা চুরি করে নিয়ে এসে রান্না করেছি মর্মে সন্দেহ করে এবং যার কারনে আসামী আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়। গত গত ৯ নভেম্বর দুপুর অনুমান ২ টায় আমার অনুপস্থিতিতে আসামী পূর্ব শত্রুতার জের ধরে হাতে লোহার রড নিয়ে আমার বসতবাড়ীর মধ্যে প্রবেশ করে আমার স্ত্রী সবিতা বিশ্বাস (৩৯)কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমার স্ত্রী ঘরের বারান্দায় দাড়িয়ে আসামীকে গালিগালাজ করতে নিষেধ করলে আসামী আমার ঘরের বারান্দায় উঠে আসামীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আমার স্ত্রী বাম হাত দিয়ে ঠেকালে লোহার রডের আঘাত আমার স্ত্রীর বাম হাতে কজিতে লেগে মারাত্মক ভাবে হাড়ভাঙ্গা জখম হয়। আমার স্ত্রী চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামী আবারো আমার স্ত্রীর বাম পায়ে লোহার রড দিয়ে আঘাত করে, যাহাতে আমার স্ত্রীর বাম পায়ের হাটুর নিচে হাড় ভাঙ্গা জখমপ্রাপ্ত হয়। এরপর আসামী আমার স্ত্রীর পরনের কাপড়-চোপড় টেনে হিঁচড়ে বিবস্ত্র করিয়া শ্রীলতাহানী ঘটায়। এরপর আসামী আমার বসতঘরের টিনের বেঁড়া ভাংচুর করে অনুমান প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমার স্ত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী লোহার রড উচু করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, আমরা যদি তার কোন কাজে বাধা দেই বা তার বিরুদ্ধে কোথাও অভিযোগ দায়ের করি তাহলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের পথে ঘাটে একা পাইলে মারপিট করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে মর্মে হুমকি দিয়ে চলে যায়। আমি ঘটনার সংবাদ শুনে দ্রুত বাড়ীতে উপস্থিত হই এবং আমার স্ত্রীকে গুরুত আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বটিয়াঘাটা, খুলনায় ভর্তি করি। আমার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ করে, স্ত্রীর নিকট হইতে ঘটনার বিস্তারিত শুনে থানায় এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হইল।আমি প্রকৃতি দোষীদের বিরুদ্ধে  বিচার চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park