বটিয়াঘাটায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল সহ আটক ২ জন- ২টুি মামলা।
মোঃ ইমরান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :-
বটিয়াঘাটা প্রতিনিধি:-
বটিয়াঘাটায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরাইকৃত মালামাল বহনকারী পিকআপ সহ চালককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা । এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা থানায় মামলা হয়েছে । যার মামলা নং-০৫। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সদরে কাজিবাছা নদীতে একটি চোর সিন্ডিকেট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন চুরাইকৃত মালামাল ট্রলার থেকে পিকআপে উঠাতে গেলে স্থানীয় জনতা ও সংবাদকর্মীরা ঠিক পেয়ে ধাওয়া দিলে চোর সিন্ডিকেটের সদস্যরা চুরাইকৃত মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হলেও বহনকারী পিকআপ ভ্যান সহ চালক জলিল শেখকে স্থানীয় জনতা হাতে নাতে আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থানে পৌছে পিকআপ ভ্যান সহ মালামাল থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার । অপরদিকে গত পরশু বুধবার দিবাগত রাতে বটিয়াঘাটার আমীরপুর পুলিশ ক্যাম্পের আই সি এস আই প্রদীপ কুমারের নেতৃত্বে কাজীবাছা নদীতে অভিযান চালিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিভিন্ন চুরাইকৃত মালামাল বহনকারী একটি টলর সহ মোঃ নাছিউল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে । এব্যাপারে থানায় মামলা হয়েছে । যার মামলা নং – ০৪ ।