সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণ নাশের হুমকি,আইনের আশ্রয় নিতে পরামর্শ সাংবাদিক নেতাদের।
————————–
চট্টগ্রাম প্রতিনিধি
দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক সকালের শিরোনাম পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীপ,ওয়ার্ল্ড গ্লোবাল টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি,একাত্তর সংবাদ নিউজের চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক লেখক মোঃহাসানুর জামান বাবুকে পরপর দুইবার প্রাণ নাশের হুমকি দিয়েছেন ইসলামি ব্যাংক, চট্টগ্রাম কালুরঘাট কামালবাজার শাখার এক কর্মকর্তা।ঐ কর্মকর্তা গতবার হুমকি দিয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর একজন কর্মচারী তার আত্নীয়ের বিরুদ্ধে দুর্নীতির নিউজ করার অপরাধে।সর্বশেষ আজকে হুমকি দিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের একটি মসজিদ কমিটি গঠন করা নিয়ে।
উল্লেখ্য যে,ঐ ইসলামি ব্যাংক কর্মকর্তা সারাজীবন ইসলামি ছাত্রসেনাও ইসলামি ফ্রন্টের রাজনীতির সাথে জড়িত থাকলে, গত ০৫ আগষ্ট-২৪ ছাত্রজনতার বিপ্লবে আওয়ামীলীগ সরকারের পতনের পর এখন একজন জামাতের নেতার ছত্রছায়ায় সম্প্রতি তাকে একটি বাংলাদেশ জামাতে ইসলামি একটি অনুষ্ঠানে প্রথম দেখা যায়।ইসলামি ব্যাংক কালুরঘাট কামালবাজার শাখার ঐ কর্মকর্তা সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকিও অশ্লীল ভাষায় গালিগালাজের একটি ০২.০৪ সেকেন্ডের অডিও রেকডিং রয়েছে।
এই পরিস্হিতিতে সাংবাদিক হাসানুর জামান বাবু চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সাংবাদিক নেতাদের পরামর্শ ত্রুমে আগামীকাল ০৬অক্টোবর-২৪ রবিবার চট্টগ্রাম কোতোয়ালী থানার নিজে বাদী হয়ে একটি এজাহার দাখিল করবেন বলে জানাগেছে।