বটিয়াঘাটা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার এর বটিয়াঘাটা থানায় শেষ কর্মদিবস কিছু কথা।
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
বটিয়াঘাটা বাসী,
আমি অফিসার ইনচার্জ, বটিয়াঘাটা থানা
রিপন_কুমার_সরকার।
আমার সালাম ও কৃতজ্ঞতা গ্রহন করুন। বটিয়াঘাটা থানার সকল শ্রেণীর জনসাধারনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ইং-১০/১২/২০২৩ তারিখ হইতে অদ্য ইং-০১/১০/২০২৪ তারিখ পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনারা আইনশৃঙ্খলা রক্ষায় আমাকে অনেক সহায়তা করেছেন। আমি আপনাদের মাঝ থেকে চিরাচরিত নিয়মে বদলী জনিত বিদায় নিয়ে নতুন কর্মস্থল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যোগদান করতে যাচ্ছি। আমার কর্মকালীন সময়ে সাধারণ ও ভালো মানুষের মনে কখনো কষ্ট দিয়েছি বলে আমার মনে পড়ে না। আমি দুর্বল ও সবলের পার্থক্য না করে সমানভাবে সকলকে আইনি সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি দুষ্টের দমন করেছি। আমি লোভ লালসার উর্ধ্বে থেকে আপনাদের সেবা দিয়েছি। বটিয়াঘাটা থানার দৃষ্টিনন্দনে কাজ করেছি। বটিয়াঘাটা থানার অফিসার ফোর্সদের সহায়তায় ফুল, ফল সহ বিভিন্ন ধরনের শাকসবজির বাগান করেছি। সর্বশেষ বটিয়াঘাটা থানায় কর্মরত থেকে আমি পরম কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় সিনিয়র স্যারদের প্রতি, আমার অফিসার ও ফোর্সের প্রতি, কৃতজ্ঞ সাংবাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের প্রতি, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি। সর্বপরি কৃতজ্ঞ বটিয়াঘাটা থানার সর্বসাধারণের প্রতি। আমার কর্মকালীন সময়ে আপনাদের মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি ক্ষমার অনুরোধ ও প্রার্থনা রাখলাম। আমার ও আমার পরিবারের প্রতি দোয়া করবেন। আমি যেন সবসময় সাধারণ মানুষের এবং রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে সেজন্য দোয়া আশির্বাদ করবেন
#রিপন_কুমার_সরকার
বিদায়ী অফিসার ইনচার্জ
বটিয়াঘাটা থানা, খুলনা।