প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে জামাতের আমির
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রামে বোয়ালখালীতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিছু লোক পট পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ শুরু করলো। আমরা নিন্দা জানাই, ঘৃণা করি। আজ বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ যা করলো, পট পরিবর্তনের সাথে সাথে যারা একই কাজ করেছে তারা আওয়ামী লীগের মতোই। আমরা এদেরকে ভিন্নভাবে দেখি না। আমরা অনুরোধ করবো, এগুলো বন্ধ করেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় এই স্বাধীনতা পেয়েছি, তা কলঙ্কিত করবেন না। যদি করেন জনগণই আপনাদের পাওনা মিটিয়ে দেবে। ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে বিডিআর সদরদপ্তর পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে খুনের রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ। সাড়ে ১৫ বছর বাংলার মসনদে ছিল। বাংলার জনগণ ঘৃণা করে ভোট দেয়নি। ২০১৪ সালে ভোটবর্জন, ১৮ সালে প্রত্যাখান এবং ২০২৪ সালে প্রতিরোধ করেছে। এরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের প্রতি তাদের কোন দয়ামায়া ছিল না। তিনি বলেন, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি, শেষ পর্যন্ত ছাত্র তরুণ যুবকদের কোটা সংস্কার আন্দোলনের তোড়ে তারা ভেসে গেছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের কলিজার টুকরো নেতাকর্মীদের যুদ্ধাপরাধী বলে খুন করেছে। আল্লাহ তায়ালা বিচার আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন। আমাদের কোন দায়িত্বশীল দেশ থেকে পালাননি। আত্মহত্যা করা হারাম, তার চাইতেও জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া।সংক্ষিপ্ত সভায় তিনি ছাত্র আন্দোলনে বোয়ালখালীর শহিদ মো. ওমরের পিতা নুরুল আবছারকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, উপজেলা আমির ডা. খোরশেদ, নায়েবে আমির ডা. নাছের, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন ইয়াছিন, জামায়াত নেতা সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, মো. নাজিম উদ্দিন, উপজেলা শিবির সভাপতি মো. ওয়াহিদুর রহমান অয়ন, মো. পারভেজ প্রমুখ।