বটিয়াঘাটায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম আইয়ুব আলী
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :
বটিয়াঘাটার জলমা এলাকায় বাড়ির যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে রক্তাক্ত জখম আইয়ুব আলী মোল্লা নামের শার্ট উর্দ্ধে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকালে জলমার চক্রাখালী বিধান সড়ক এলাকায়। ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আইয়ুব আলী মোল্লাদের সাথে একই এলাকার আনসার গাছী ব্যাপারী ও হাসান ব্যাপারীদের সাথে দীর্ঘদিন যাবত আইয়ুব আলী মোল্লার বাড়ি যাওয়ার পথের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সোমবার বিকালে উক্ত রাস্তা দখলকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আনছার গাছি ব্যাপারীর সন্ত্রাসী পুত্র হাসান ব্যাপারী ধারালো অস্ত্র ও বাসের লাঠি সোটা দিয়ে আইয়ুব আলী মোল্লার মাথায় আঘাত করে ও বাড়ির মধ্যে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসী হাসান ব্যাপারীর ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ আইয়ুব আলী মোল্লা রক্তাক্ত জখম ও তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা আহত আইয়ুব আলী মোল্লাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উক্ত ঘটনায় আইয়ুব আলী মোল্লা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আনসার গাছী ব্যাপারী (৫০), পিতা- নাজেম ব্যাপারী, হাসান ব্যাপারী (৩৫),পিতা- আনসার গাছী ব্যাপারী, হোসনেয়ারা বেগম (৪৬), স্বামী- আনসার গান্ধী ব্যাপারী, সর্বসাং-চক্রাখালী, থানা- বটিয়াঘাটা, জেলা খুলনাসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থাল পরিদর্শন করেন বটিয়াঘাটা থানা পুলিশ। হাসপাতালের ভর্তি করা হয়েছে রক্তাক্ত জখম ও আহত আইয়ুব আলী মোল্লাকে। থানার অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।