মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ
মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জীববৈচিত্র্য সংরক্ষনের সংকট ও উত্তরনের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ,গবেষক, পরিবেশবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। আজ শনিবার নাটোরে অনুষ্ঠিত জীববৈচিত্র্য সংরক্ষনের সংকট ও উত্তরনের উপায় শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। নাটোর রানী ভবানী রাজ বাড়ি চত্বরের আনন্দ ভবনে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। মুল প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর বিধান চন্দ্র দাস। বিবিএসএফ এর সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল হাকিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিবিসিএফ -এর প্রধান উপদেষ্টা ড.মোল্যা রেজাউল করিম, এনএস সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, নায়েম এর মহাপরিচালক (অবঃ) প্রফেসর ড. লোকমান হোসেন, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.এফএম আলী হায়দার,বিবিসিএফর সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল,প্রফেসর অলোক মৈত্র, ড.হেলাল উদ্দিন মৃধা, মুক্তার হোসেন,সাইফুল ইসলাম সহ পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ। সেমিনারে চট্রগ্রাম, কক্সবাজার, সিলেট,চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।