বটিয়াঘাটায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক পালিত
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
গতকাল বিকালে উপজেলার নাহাড়ী তলা নামক স্থানে বটিয়াঘাটায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন (শিমু)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, যথাক্রমে ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হাসান, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হাওলাদার, মীর মোশাররফ হোসেন, চয়ন বিশ্বাস ,অনুপম মন্ডল, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খান ,রবীন্দ্রনাথ সরকার, তুলসি রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, মিজানুর রহমান বাবু ,আশরাফুল ইসলাম মিলন ,মোহাম্মদ শফিকুল ইসলাম বাচ্চু ,মহিলা নেত্রী রেহেনা আফরোজ সভা, মনোয়ারা খাতুন শিউলি, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, মারুফা বেগম, যুবলীগ নেতা বুলবুল হোসেন বিপ্লব, পলাশ রায়, প্রণব মন্ডল,ইউপি সদস্য কামরুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ##