বটিয়াঘাটায় গাইন পরিবারের উদ্যোগে ৭টি ইউনিয়নে ১৪’শ পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে শাড়ি ও থ্রীপিস বিতরণ ।
মোঃ ইমরান
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৩’শত পরিবার সহ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৪’শ পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে ও বিকাল সাড়ে ৪ টায় দাউনিয়াফাঁদ গ্ৰামের গাইন পরিবারের উদ্যোগে অসাম্প্রদায়িক চেতনায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি ও থ্রীপিস স্থানীয় জলমা পুরাতন ফেরিঘাটে বিতরণ করা হয় । উক্ত গাইন পরিবারের কৃতিসন্তান বটিয়াঘাটা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও তার সুযোগ পুত্র পরাগ গাইনের সহযোগিতায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সম্পাদক পরাগ রায়, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, সমাজ-সেবক ও পল্লী চিকিৎসক ডাঃ বিকর্ণ গাইন, পংকোজ গোলদার, সবুজ মিস্ত্রী, মহিলা ইউপি সদস্যা পুত্র শুভ বিশ্বাস, পরিতোষ রায়, প্রদীপ গাইন, জয়দেব মন্ডল ও ৭টি ইউনিয়নের স্ব-স্ব ইউপি চেয়ারম্যান সহ শতশত সুফলভোগী মা-বোনেরা । এসময় উপজেলা ৭টি ইউনিয়নের সুফলভোগী মানুষ ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদবস্ত্র উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন ।