গোন্ধামারী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে মহা নাম যজ্ঞে এ ম পি শ্রী ননি গোপাল মন্ডলঃ
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের গোন্ধামারী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে অষ্টম প্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভ গন্ধাধীবাস হয় ১৪ জুন, শুক্রবার ও ১৫ ই জুন শনিবার অহোরাত্র অষ্টম ব্যপী মহানাম চলে, নদীয়ার পথে পথে চৈতন্য মহাপ্রভু জীবোদ্ধারে বিলাইল যে হরিনাম সেই নাম প্রেম সুধা জীবের কল্যাণে বিতরণ আয়োজনে ব্রতী আজ মোরা।
বৃন্দাবন সম মহানাম যজ্ঞ ভূমি গোন্ধামারী। নান্দনিক অর্ঘ্য সাজে সাজাইতে সাধ,বৈষ্ণবের পদরেনু প্রত্যাশার আসে। আপনারা তাই হেতা। সবাকার সহায়তা দানে স্বার্থক হউক অমৃত পূর্ণ পদ ভারে । মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাম শ্রবণ করেন, দাকোপ- বটিয়াঘাটা খুলনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য শ্রী ননিগোপাল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, বিশেষ অতিথি বটিয়াঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়। ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার,৬ নং ইউপি মোঃ কামরুল শেক সহ এমপি ও উপজেলা চেয়ারম্যান ও ই পি চেয়ারম্যানের সফর সঙ্গী বৃন্দ, আরো উপস্থিত ছিল গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালী মন্দিরের সভাপতি ও গোন্ধামারি সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির ও দূর্গা মন্দিরের সাবেক প্রতিষ্ঠা কালীন সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক শ্রী নিত্যানন্দ মহালদার,জানা যায় শ্রী নিত্যানন্দ মহালদার ঐ মন্দির করতে অনেক বাধার, সম্মুখীন হয়েছেন। তিনি তার সিদ্ধান্তে অটল থাকায় গ্রামের ৩-৪ জন লোক নিয়ে ওই মন্দির প্রতিষ্ঠা করেন,নাম যজ্ঞ শুরু করেন, এখন গোন্ধানারি বাঁসি নাম যজ্ঞ সহ বিভিন্ন অনুষ্ঠান করেন, নাম যজ্ঞ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে, আগো তো ভক্তরা সকলে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করেন। এবং কোন ভক্তরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে নাম শ্রবণ করে।
নাম পরিবেশন করেন
আদি রামকৃষ্ণ সম্প্রদায়,
মাস্টার অমল, বাগেরহাট।
কানাই বলা সম্প্রদায়
বলাই মহালদার খুলনা।
নব নিত্যানন্দ সম্প্রদায়
সুভাষ বাবু খুলনা।
শিশু কৃষ্ণ সম্প্রদায়
কৃষ্ণা রানী সরকার, খুলনা।
দেবনারায়ন সম্প্রদায়
জয়ন্ত বাবু সাতক্ষীরা।
হরি মন্দির সম্প্রদায়
শুকচাঁদ বাবু সাতক্ষীরা।