এখনো সরকারী গেজেটহীন বীরমুক্তিযোদ্ধা, বাবু সুকুমার মন্তলঃ
শ্রী নিত্যানন্দ মহালদার চীফঃ
এখনো সরকারী গেজেটহীন বীরমুক্তিযোদ্ধা, বাবু সুকুমার মন্তল,
পিতাঃ পঞ্চানন মন্ডল, গ্রামঃ ছয়ঘরিয়া,উপজেলাঃ বটিয়াঘাটা, জেলাঃ খুলনা।
তিনি তখন যুবক, সেরা হাডুডু খেলোয়ার, নদীতে ইলিশ মাছ ধরা, গরুর হাল চাষী ছিলেন। ১৯৭১ সালে ২৬ শে মার্চে খুলনায় ইপিয়ার বিদ্রোহের সময় তাদের খাবার বটিয়াঘাটা হতে সরবারাহ করার কাজে, ২ রা এপ্রিল জলমা চকরাখালী স্কুলে পাকসেনাদের আক্রমনের পর হতে এলাকা পাহারা, লুটপাট প্রতিহত করা প্রতিহত করতে ১৫/২০ জন ছিলেন, তার অন্যতম সদস্য ছিলেন। তারপর ১৯ শে মে পাকসেনা,মিলিশিয়া, বিহারী, লুটকারীদের স্বসস্ত্র আক্রমনে এলাকার সকল মানুষকে উচ্ছেদ করে। এলাকার লোকজনের সাথে সাথে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ২০ শে মে চুকনগর গনহত্যা, ঝাউ ডাংগা গনহত্যা, প্রত্যক্ষ করেন। অবশেষে ২২শে মে শরোনার্থী হয়ে ভারতে আশ্রয় নেন। ভারতের দুমকা বিহারে প্রশিক্ষণ নেন। নভেম্বর মাসে বাংলাদেশে প্রবেশ করেন, চুকনগর হয়ে ছয়ঘরিয়া গ্রামে আসেন। খুলনা দখল করতে ১৬ ও ১৭ ডিসেম্বর তারিখে বেতবুনিয়া খাল হতে যুদ্ধে অংশ নেন, তখন ইন্দ্রোজিৎ জোদ্দার ক্যাপন্টেন ছিলেন, আলুতলায় ছিলেন ক্যাপ্টেন আফজাল হোসেনের দল। তিনি ফুলতলার দামোদর স্কুলে অস্ত্রো জমা দেন। বাড়িতে এসে কৃষি কাজে লিপ্ত হন, আজও কৃষি কাজে নিয়োজিত আছেন। কয়েকবার আবেদনের পরও সরকারি গেজেটে ভুক্ত হন নি তাকে গেজেট ভুক্ত করার আহ্বান এলাকাবাসীর ।