বিকেএসপি তে ফুটবল খেলার প্রশিক্ষণের সুযোগ পেল পাইকগাছার কপিলমুনির মৌ
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকে এসপি তি ) তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণে ১ মাসের ক্যাম্পে সুযোগ পেল খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মৌ আক্তার ৷সে প্রতাপকাটি গ্রামের মোঃ আসাদুল সরদার ও মাতা খুকুমনি এর কন্যা ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর শিক্ষার্থী৷দুই বোনের মধ্য সে বড় ৷মৌ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় সেরাগোলদাতা ও খেলোয়ার হিসাবে প্রতিবছর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার পাশাপাশি পুরস্কার প্রাপ্ত হয় ৷বর্তমানে সে ফুটবল খেলার প্রশিক্ষণে ঢাকার বিকে এসপি তে অবস্থান করছে ৷প্রায় ১৫ দিন পূর্বে সে প্রশিক্ষণর্থী হিসাবে যোগদান করে একমাস প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে আসবেন বলে জানিয়েছেন তার পিতা ৷মৌ এর এমন গৌরবমন্ডিত সাফাল্যে গর্বিত তার পিতা মাতা ,স্কুল শিক্ষক ,সহপাঠী পরিবারের স্বজনরা সহ এলাকাবাসী ৷সে যেন ভাল একজন ফুটবল খেলোয়ার হতে পারে এজন্য সকলের নিকট দোয়া চান মৌ ও তার পিতা মাতা সহ পরিবারের স্বজনরা