1. admin@kbtvnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সন্তানদের দেশের সম্পদে পরিণত করতে মায়ের ভূমিকাই হচ্ছে আসল-চসিক মেয়র ডাঃ শাহাদতঃ নড়াইলে থেকে নতুন ট্রেনে জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায়ঃ খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ…. নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার বটিয়াঘাটায় টঙ্গী ইজতেমায় হত্যাকারীদের শাস্তির দাবিতে জুবায়ের পন্থীদের মানববন্ধন বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১

বটিয়াঘাটায় সন্ত্রাশিদের হাতে সাংবাদিক আহত ও ছিনতাইয়ের শিকার,তীব্র নিন্দা ও দ্রুত আসামীদের গ্রেফতারের দাবিঃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বটিয়াঘাটায় সন্ত্রাশিদের হাতে সাংবাদিক আহত ও ছিনতাইয়ের শিকার,তীব্র নিন্দা ও দ্রুত আসামীদের গ্রেফতারের দাবিঃ

নিরেন দাস জয়পুরহাট জেলা প্রতিনিধি
বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে।
কে বি  টিভি নিউজ ২৪ ডটকম এর সম্পাদক শ্রী নিত্যানন্দ মহালদার এর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে, আমারা কে বি টিভি নিউজ এর বাংলাদেশের সকল সাংবাদিক রা দেশ ব্যাপী মানব বন্ধন করবো, সাংবাদিকের উপর হামলা কেনো প্রশাসনের কাছে জবাব চাইঃ
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিত্যানন্দ মহালদার (৪৫), পিতা-মৃত রবীন্দ্রনাথ মহালদার, সাং-গোঙ্গামারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, আমি সাংবাদিক ও ব্যাবসাহী থানায় হাজির হইয়া বিবাদী ১। তুফান ফরাজী (৪৫), পিতা-আইয়ুব আলী ফরাজী, ২। রামপ্রসাদ শীল (২৬), পিতা- মৃত্যুঞ্জয় শীল, উভয় সাং-আমতলা, খানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা সহ অজ্ঞাতনামা ০২ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি সাংবাদিকতা করি। বিবাদীরা আমার পূর্ব পরিচিত। বিবাদীদ্বয় অত্যন্ত খারাপ প্রকৃতির লোকজন। বিভিন্ন বিষয় নিয়া পূর্ব হইতে বিবাদীদের সহিত আমার বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে বিবাদীরা আমাকে প্রায়ই মারপিট, ভয়ভীতি, হুমকি-ধামকি সহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। গত ইং-২০/০৫/২০২৪ তারিখ আমি বিবাদীদের বিরুদ্ধে বটিয়াঘাটা খানায় একটি অভিযোগ করি। উক্ত বিষয়টি জানতে পারিয়া আমার উপর অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং আমার ক্ষয়ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় ইং-২০/০৫/২০২৪ তারিখ রাত্র অনুমান ১১.২০ ঘটিকার বটিয়াঘাটা বাজার হইতে নিজ মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া একই তারিখ রাত্রা অনুমান ১২.১০ ঘটিকার সময় বটিয়াঘাটা থানাধীন গোন্ধামারী গ্রামস্থ কাঠের ব্রিজের উপর পৌছানোমাত্রই পূর্ব হইতে ওৎ পেতে থাকা উক্ত বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা আরো ০২ জন বিবাদীরা আমার পথরোধ করিয়া আমাকে পূর্ব বিরোধের জেরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি বিবাদীদের নিকট এহেন কাজের কারণ জিজ্ঞাসা করা মাত্রই বিবাদীরা তাদের হাতে থাকা ধারালো চাপর ও আগ্নেয়াস্ত্র দিয়া এলোপাতাড়িভাবে পিটাইয়া আমার সমস্ত শরীরে বেদনাদায়ক ফোলা জখম করে। আমি পড়ে গেলে বিবাদীরা আমাকে এলোপাতাড়িভাবে লাথি মারিয় আমার বুক, পিঠ, মুখ সহ সমস্থ শরীরে বেদনাদায়ক ফোলা জখম করে এবং আমি মেরুদন্ডে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হই। এরপর ১নং আসামী আমার কৃষি ব্যাংক বটিয়াঘাটা বাজার শাখা হইতে উত্তোলনকৃত ৬৬,৫০০/- টাকা গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দির মেজও সিড়ি করার জন্য তোলা  ও ২নং বিবাদী আমার ডান হাতের আঙুলে থাকা ১২ আনা ওজনের স্বর্ণের আংটি, মূল্য অনুমান-৮৩,০০০/- টাকা নিয়া নেয়। একপর্যায়ে আমি বিবাদীদেরকে ধাক্কা দিয়া ফেলে দিয়ে দৌড়ে লোকালয়ে চলে যাই এবং ডাক-চিৎকার করিতে থাকি। আমার ডাক-চিৎকারে সাক্ষী ১। লেলিন, পিতা-অজ্ঞাত, সাং-গোন্ধামারী, ২। তন্ময় মন্ডল, পিতা-অজ্ঞাত, সাং-আমতলা, উভয় থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা সহ পার্শ্ববর্তী লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ পরবর্তীতে সুযোগ পাইলে জীবন নাশের হুমকি- ধামকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে আমি সাক্ষীদের সহায়তায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হইয়া প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি সাক্ষীসহ স্থানীয় লোকজন অনেকেই অবগত আছে। এমতাবস্থায় আমি সুবিচার পাইবার নিমিত্তে থানায় আসিয়া উক্তরুপ অভিযোগ দায়ের করিলাম।

অতএব, উপরোক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়।

বিনীত নিবেদক

(নিত্যানন্দ মহালদার

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park