ডুমুরিয়ায় ১কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যাবসাহী সিদ্দিক শেখ (৩০) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকনগর – খুলনা মহাসড়কের চাকুন্দিয়া দোকান ঘর মোড় হতে, গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সে ডুমুরিয়া থানাধীন চাকুন্দিয়া গ্রামের শহিদুল ইসলাম শেখ ওরফে (খোকনের ছেলে)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ডুমুরিরা থানার এসআই বিশ্বজিত কুমার পাল। তিনি জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, মাদক কারবারি সেন্ডিকেটের গাঁজা বেচা কেনার প্রস্তুতি নিচ্ছে।এমন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি চোকশ দল ঘটনা স্থলে পৌছায়।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সিদ্দিক শেখের হাতে থাকা একটি ব্যাগের ভিতর রাখা গাঁজা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে।পুলিশ শু কৌশলে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান,এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।