খুলনা বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারঃ
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা আরও এক সূর্য সন্তানের বিদায়ঃ
খুলনা জেলার বটিয়াঘাটা থানার চকরাখালী গ্রামের চক্রাখালী হাইস্কুলের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু সুশীল টিকাদার গতকাল পরলোক গমন করেছেন, আজ ওনার নিজ বাড়িতে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানরা, আত্মীয়-স্বজন , পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলা খুলনা সভাপতি ও গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দির পরিচালনা কমিটি সভাপতি ও বিশিষ্ট ব্যাবসাহী, রাজনৈতিক ব্যাক্তি ও সাংবাদিক শ্রী নিত্যানন্দ মহালদার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ” উপজেলা কমান্ড, সভাপতি বিশ্বজিৎ সরকার
বটিয়াঘাটা খুলনার পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও চিরশান্তি কামনা করছে ।