কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা সহ (সবুজ হোসেন) নামে গ্রেফতারঃ
কাজী রায়হান তানভীর সৌরভ
খালিশপুর থানা প্রতিনিধি।
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে, মোঃ সবুজ হোসেন জীবন(২৫), পিতা-মৃত: বাহারুল হোসেন, সাং-বাস্তহারা কলোনী, থানা-খালিশপুর;
এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ,
গতকাল আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে জানা যায়, এই( সবুজ) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এছাড়াও কিশোর অপরাধ ও নারিকেলেঙ্কারি সহ হত্যাকাণ্ডের মতন জঘন্য অপরাধের সাথে জড়িত এই (সবুজ হোসেন,) খালিশপুর থানা অধীনতা বাস্তহারা কলোনিতে এই সবুজের একক আধিপত্য রয়েছে ও রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী,
বিগত কয়েক বছর আগে খালিশপুরে চাঞ্চল্যকর হত্যা ঘটনা সরকারি মহসিন কলেজ ছাত্রলীগ কর্মী হাসিব হত্যা মামলার অন্যতম আসামি এই (সবুজ),
এই মাদক কারবারি ও হত্যা মামলার আসামি সবুজ হোসেন এর নামে দৌলতপুর থানায় মাদক সংশ্লিষ্ট আইনে মামলা রুযু করা হয়েছে ও আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।