বটিয়াঘাটা থানার ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তারঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
বটিয়াঘাটা থানা এলাকার খারাবাদ বাইন তলার পাঁচটি সাজাপ্রাপ্ত মামলার আসামি আবুল হাসান আকুন্জী ( সাবেক মেম্বার ) প্রায় সাত বছর আত্মগোপনে ছিল। তার মোট সাজার পরিমাণ সাড়ে নয় বছর এবং ৯১ লক্ষ টাকা জরিমানা। একুশে এপ্রিল সঙ্গীয় এএস আই, তরিকুল ও কনস্টেবল মিন্টু সহ র্যাব ১০ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা আমিন বাজার থেকে বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বিট অফিসার এস আই মোস্তাফিজুর গ্রেপ্তার করে এবং বটিয়াঘাটা থানার উদ্দেশ্যে রওনা হয়।