কপিলমুনির সলুয়া কাজীমূসায় বাসন্তী পূজা উপলক্ষ্যে ঢালী খেলা ও যাদু প্রদর্শ
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
কপিলমুনি ইউনীয়নের সলুয়া কাজীমূসা সর্বজনীন পূজা মন্ডপের আয়োজনে ঢালী খেলা ও যাদু প্রদর্শন করা হয়েছে ৷বুধবার বিকাল ৩ টায় উক্ত ঢালী খেলা ও যাদু প্রদর্শনী এর শুভ উদ্ধোধন করেন খুলনা ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল ৷পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দাশ ও সাধারণ সম্পাদক সঞ্জয় হাজরা এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বাবু প্রকাশ দাশ পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ,উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস ,কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার ,কে কে এস পি এর সভাপতি বুলবুল আহমেদ ,কপিলমুনি ইউনিয়ন আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান ,সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন , ৫ নং ওয়ার্ড আ”লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক গাজী ,৬ নং ওয়ার্ড আ”লীগের সভাপতি ফরিদ আহমেদ ,সাধারণ সম্পাদক আজিজুল খাঁ ,মনোরঞ্জন ঘোষ ইউপি সদস্য সখিনা বেগম ,প্রভাষক বাবলু রহমান ,ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড় ,৷এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক বিপুল দাশ ,কার্তিক দাশ !স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু গোলদার ,ছাত্রলীগ নেতা রাসেল জোয়ার্দ্দার ,ছাত্রলীগ নেতা হাবিবুর৷ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷