জয়পুরহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা প্রশাসনের নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান, আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ করে দেশাত্মবোধক ও বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা। পরে দেশীয় খেলা কাবাডি ও লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
একই সময়ে আনন্দ মুখর পরিসরে নানা আয়োজনে জেলার আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪১৩ উদযাপন হয়েছে।
১৫-০৪-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২