আত্মোপলব্ধি, আত্মপ্রত্যয়,অসাম্প্রদায়িক, সৌভ্রাতৃত্ব,বিশ্ব শান্তি ও বিশ্বের সকল জীবের কল্যাণ কামনায় ৮ ষ্ট প্রহারব্যাপী ৪ র্থ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান –১৪৩০ বঙ্গাব্দ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া কবিরাজ বাড়ি ২৪ শে চৈত্র, ৭ ই এপ্রিল রবিবার শ্রীমদ্ভাগবত ও মহানাম যজ্ঞের শুভ গন্ধাদিবাসের মধ্য দিয়ে শুরু,২৫ শে চৈত্র, ৮ ই এপ্রিল সোমবার অরুনউদয় হতে অখণ্ড মহানাম শুরু হয়েছে,২৬ শে চৈত্র ৯ এপ্রিল মঙ্গলবার ব্রহ্মমূহুর্তে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন,অতপর নগর কীর্তন মহাপ্রভুর ভোগ নিবেদন, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহাপ্রসাদ বিতরণ, সন্ধা ৭ টায় পদাবলী কীর্তন, ২৭ চৈত্র ১০ ই এপ্রিল বুধবার রাত ৯ টায় ধর্মীয় যাত্রা অনুষ্ঠান আপনারা সকলে আমন্ত্রীত।