জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেকুন নাহার শিখার উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে,
কোরআন নাজিলের রমজান মাস উপলক্ষে রমজানের শুরুতেই ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাদ্রাসায় পড়ুয়া প্রায় ৮০০ ছাত্রদের নিয়ে প্রতিযোগিতার বাছাই পর্বের আয়োজন করা হয়,
৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাছাই পর্ব শেষ করে
৩০ জন প্রতিযোগী ফাইনালে অংশগ্রহণ করেন,
শনিবার দিনব্যাপী পপুলার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে
ফাইনাল রাউন্ডের প্রথম স্থান অধিকার করেন বাগজানা ইউনিয়নের ছাত্র মোঃ আব্দুর রউফ, দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের মোহাম্মদ ইমরান হোসেন, তৃতীয় স্থান অধিকার করেন আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের আব্দুর রহমান তামিম,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শিখা ট্রাস্টের কর্ণধার সাবেকুন নাহার শিখা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা তৃতীয় পুরস্কার ২০হাজার টাকা এবং ৩০ জন প্রতিযোগীকেই সান্তনা মূলক পুরস্কার দেওয়া হয়।