বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ
ডুমুরিয়া বিল পাবলা নিবাসি অমৃত বালা ও বিশিষ্ট যাত্রা শিল্পী নায়ক ও গায়ক রমেশ বালার দাদা প্রদীপ বালার মৃত্যুতে গভীর শোক ও সমবেনা প্রকাশ করেছেন,বটিয়াঘাটা দৈনিক নাগিরক ভাবনার প্রতিনিধি ও কে বি টিভি টুয়েন্টি ফোর ডট কম এর ব্যুরো চীফঃ নিত্যানন্দ মহালদার, প্রদীপ বালা দীর্ঘ দিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলো।তার ছোট ভাই অমৃত বালা ভ্যালুরে চিকিৎসা করিয়েছে কিছুদিন ভালো ছিলো, আবার অসুস্থ হয়ে পড়ে। গত রাত ৪.৫০ মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে যায়।আজ ২১ ডিসেম্বর কৈয়া মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্য হয়।এই পৃথিবীতে খালি হাতে এসেছে সবাইকে এমনি ভাবে খালি হাতে সবাইকে চলে যেতে হবে।কি নিয়ে এসেছি, কি নিয়ে যাবো, ধন সম্পদ, ক্ষমতা প্রতিপত্তি কিছুই সাথে যাবে না তবে কেন এত হানাহানি দখলদারি মারামারি কাটাকাটি। সবাই কে চলে যেতে হবে এই মায়াবি পৃথিবী ছেড়ে, ভাই বন্ধু কেহো সাথে যাবেনা।