চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
আজ ২০ডিসেম্বর-২৪ শুক্রবার চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরকানাই হয়রত আস’আদ আলী(রঃ)ফাউন্ডেশনের ব্যবস্হাপনায়, হয়রত আস’আদ আলী(রঃ) সংলগ্ন মাঠে রাতে সিজান-১ অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২৪ এর বর্ণাট্য শুভ উদ্বোধন করা হবে।
উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন চরকানাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমাজসেবক শিক্ষানুুরাগী মোঃ শফিউল আজম,প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমাজসেবক শিক্ষানুুরাগী মোঃ কাউছার হোসেন,বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্থিত থাকবেন হাবিলাসদ্বীপ ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাশেম রাব্বু,মোঃ আলী আব্বাস, মোঃ আবু তৈয়ব,মোঃ মনির আহমদ, মোঃ শাহ্ আলম,এম এ রহিম মেহেক,মোঃ ওমর ফারুক শাহেদ,মোঃ ফরিদুল আলম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পশ্চিম চরকানাই হয়রত আস’আদ আলী(রঃ)ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক।উক্ত খেলায় সকল ক্রীড়মোদী জনগণকে যথাসময় উপস্থিত থাকার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করেছেন।