বটিয়ঘাটায় মহান বিজয় দিবস পালিত
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮:৩০ মিনিট এর সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা করা হয় । উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষি পণ্যর পরিদর্শন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ভাতা প্রদানকারীদের বিভিন্ন সমস্যায় মোবাইল নাম্বার পরিবর্তন সহ সকল ধরনের সমস্যা সাথে সাথে সমাধান করা হয়। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে, পলিথিন রোধে সুপারির খোলা দিয়ে সাংসারিক আসবাবপত্র তৈরি করে প্রদর্শন করা হয়।এ সময় স্টল গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি, উপজেলা সহকারি কমিশনার ভূমি শরীফ শাওন, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার মোল্লা, কৃষি অফিসার আবুবক্কার সিদ্দিক , বটিয়াঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড,সোহেল রানা, সদস্য সচিব আলামিন গোলদার, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,কবির আহমেদ খান, ইমরান হোসেন সুমন, যুগ্ম-আহবায়ক আব্দুর রব , তরিকুল ইসলাম, সোহরাব মুন্সী,প্রেস ক্লাবের সদস্য আসাদুজ্জামান উজ্জল, মহাব্বত খান, ইমরান,আলমগীর হোসেন, পরে বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া বটিয়াঘাটা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় বেলা ১২. ৩০ মিনিটে মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ,ইমরান হোসেন সুমন, যুগ্ম-আহবায়ক আব্দুর রব , তরিকুল ইসলাম, সোহরাব মুন্সী,প্রেস ক্লাবের সদস্য রতন কুমার সাহা, আস�