বটিয়াঘাটায় বালু ব্যবসাকে কেন্দ্র করে শ্রমিক দল কর্মীকে কুপিয়ে জখম
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা সংবাদদাতা
গতকাল সকাল দশটার সময় বটিয়াঘাটার বাজার চত্বরে কাছে আসলাম শেখ ৩৫ কে বালু ব্যবসা কেন্দ্র করে লিপটন খান পিতা নজরুল ইসলাম খান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মাথা সহ তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত আহত করে এ অবস্থায় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় লিপটন খান ও ফয়সাল দীর্ঘদিন বাজার এলাকায় ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করে আসছিল। ওই একই এলাকায় আসলাম শেখ বালু দিতে আসলে দীর্ঘ শত্রুতার জের ধরে তার ওপর আক্রমণ করে। এ বিষয়ে বটিয়াঘাটা শ্রমিক দলের আহবায়ক হেলাল শেখ বলেন আমরা মাদক কারবারি ভূমিদস্যু দাঙ্গাবাজ লিপটন খানকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই, শ্রমিক দল কতৃক আয়োজিত এক মানব বন্ধন বিক্ষোভ ছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন থানা শ্রমিক দলের আহবায়ক হেলাল হোসেন সিনিয়ার যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম মলঙ্গী, যুগ্ন-হাওয়াক আল-আমিন সিকদার, ওয়াহিদুজ্জামান বাবু, ইজিবাইক ইউনিয়নের সেক্রেটারি ইউনুস, হাফিজ মলঙ্গী, রবিউল ইসলাম, যুব নেতা শফিকুল ইসলাম ও মামুন শেখ, এ বিষয়ে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাসার বলেন, আমরা বিষয়টি নিশ্চিত করেছি এবং এ বিষয়ে আসামিদের ধরতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।