টেকনাফে র্যাব-বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার আটক ২
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাব ১৫ পৃথক দৃ’টি অভিযান চালিয়ে ইয়াবাও অস্ত্র-গুলি উদ্ধার আটক করেছে। এ সময় দুইজনকে আটক করা হয়,জানায়, ১১ডিসেম্বর বিকাল সোয়া ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৬ হতে আনুমানিক ৬শ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুর ঘেঁর নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল শামছুর ঘের এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল এক ব্যক্তিকে নাফ নদী অতিক্রম করে শামছুর ঘের দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল ঝিমংখালীর কামাল হোসেনের পুত্র কামরুজ্জামান রাজু (২৫) কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে কোমরে ফিটিং অবস্থায় ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়,অপরদিকে, একই দিন উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে র্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল ও ০৩টি এ্যামুনেশন’সহ একজন অস্ত্র কারবারীকে আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়,গ্রেফতারকৃত অস্ত্র কারবারীর বিস্তারিত পরিচয়: মোঃ আমির হামজা (৩৮), পিতা-মৃত আবুল হোছন, সাং-দৈংগা কাটা, ৪নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন,থানা-টেশনাফ,জেলা-কক্সবাজার বলে জানা যায়। বিজিবি ও র্যাব ১৫ পৃথক দৃ’টি অভিযান চালিয়ে ইয়াবাও অস্ত্র-গুলি উদ্ধার আটক করেছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পপিএসসি) জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।