বটিয়াঘাটায় রোকেয়া দিবস উদযাপন
মোঃ ইমরান হোসেন
খুলনা জেলা প্রতিনিধিঃ
-“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত'র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মৃন্ময়ী সরকার, ইন্সট্রাক্টর গুলশান আরা, খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, খাদ্য পরিদর্শক সাবরিনা ইয়াসমিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমঙ্গীর কবির, রাজু কুমার গোলদার প্রমূখ। অনুষ্ঠান শেষে জয়িতাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।