বটিয়াঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতঃ
নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ কে বি টিভি নিউজ 24 ডটকমঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক (অবঃ) মনোরঞ্জন মন্ডল এর সভাপতিত্বে সোমবার ৯ ই ডিসেম্বর বচিয়াঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন,বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার, খুলনা দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিদর্শক নাসির উদ্দিন,খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিরিন্ময়ী সরকার,বীর মুক্তিযোদ্ধা নিরান্জন মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,হিরামন মন্ডল সাগর, মনিরুজ্জামান শেখ, মো: ইমরান, তরিকুল ইসলাম, লোকজের পরিচালক দেব প্রসাদ,নিজেরা করি এনজিও বিধান রায়। সহ উপজেলা বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার পুর্বে পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।