কালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মো: মিশিকুল মন্ডল কালাই প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৯ই ডিসেম্বর ২০২৪ ইং রোজ : সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান,কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান শহীদ সহ আরো অনেকে।বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলে ও আর কেউ যেন দুর্নীতির করতে না পারে এজন্য সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।