চান্দিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে জনসমুদ্র
ইমদাদুল ইসলাম রনি
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় প্রান কেন্দ্রে অবস্থিত চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ ৩০ নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলা ও পৌর শাখার কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশটি পৌর জামায়াতের আমীর একেএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা আবুল হাসেম ও উপজেলা সেক্রেটারি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি মাও. মুফতি আমিনুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন -
চান্দিনা উপজেলার আমীর মাও. মিজানুর রহমান, নায়েবে আমীর মাও. মোশাররফ হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল জাকির হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।
এছাড়া উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ও পৌরসভার সর্ব সাধারণ জনগণ ও অন্যান্য নেতৃবৃন্দ ।