সাংবাদিক নিত্যানন্দ মহালদার এর ** শোক বার্তা **
মোঃ এনামুল শেখ বটিয়াঘাটা প্রতিনিধীঃ
খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং মাই টিভি চ্যানেলের খুলনা প্রতিনিধি এবং দৈনিক স্পন্দন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব শিশির রঞ্জন মল্লিক ( @Shishir Mallick ) এর পিতা বার্ধক্য জনিত কারণে দাকোপ উপজেলার তিলডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে আজ ০৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৬.১৫ টায় মৃত্যুবরণ করেছেন।
কেবি টিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার বটিয়াঘাটা উপজেলসা প্রতিনিধি নিত্যানন্দ মহালদার ও বটিয়াঘাটা সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।