1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১ ১৬ ডিসেম্বর ঢাকা স্বাদীনির পর,  প্রচন্ড  যুদ্ধের পর ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনাঃ নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ঢাকায় আটক

টেকনাফ হোয়াইক্যং  র‌্যাব-১৫ অভিযানে মূর্তিমান আতঙ্কের  আব্দুল খলিল চৌধুরী আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

টেকনাফ হোয়াইক্যং  র‌্যাব-১৫ অভিযানে মূর্তিমান আতঙ্কের  আব্দুল খলিল চৌধুরী আটক।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ থানার শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী উনচিপ্রাং বাজার হতে র‌্যাব-১৫ অভিযানে আটক, হোয়াইক্যং ইউনিয়নের মূর্তিমান আতংক, ভূমি খেকো আব্দুর রহমান বদি ও তার ক্যাডার বাহিনীর অত্যাচার, জোর করে নিরপরাধ মানুষের জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি’সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের খবর স্থানীয় মাধ্যমে প্রচার ও তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের হলে উক্ত সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে তদন্তর শুরু করে র‌্যাব-১৫।
এরই ধারাবাহিকতায়, কক্সবাজার টেকনাফ মডেল থানার মামলা নং-২২/৫৪৪, তারিখ-০৮/১০/২০২৪, ধারা-১৫(গ)/২৫(ঘ) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক দায়েরকৃত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে ০২ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়ন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল উক্ত এলাকা থেকে আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য টেকনাফ থানার শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী (৩৪), পিতা-নুরুল আমিন চৌধুরী, সাং-উনচিপ্রাং, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে কাজ করে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখল’সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park