ওসি প্রদীপ যুগে শুরু করা অপকর্মে হোয়াইক্যং ইউপি’র চৌকিদার বেলাল এখনো বেপরোয়া!
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপের অপকর্মের অবসান ঘটলেও হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার বেলালের ওসি প্রদীপের সময়ে শুরু করা অপকর্ম এখনোও অবসান ঘটেনি।এখনো চলছে চৌকিদার বেলালের অপকর্মের রাজত্ম।চৌকিদার বেলাল ওসি প্রদীপের কামাইন্যা পুত এবং বহু অপকর্মের অংশীদার। চৌকিদারের নিম্নতর ক্ষমতাকে ব্যবহার করতো ওসি-এসপি’র মত।যা এখনো থেমে নেই।ইয়াবা কারবারিদের সাথে সখ্যতায় মাসোহারা আদায়,ইয়াবা পাচারে সহযোগিতা,ইয়াবা ছিনিয়ে নিয়ে লুটপাট,সাধারণ নিরীহ মানুষদের ‘ইয়াবা’র তকমা লাগিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করানো,নির্যাতন করানো,মোটাংকের টাকা আদায়,টাকা না পেলে প্রতিপক্ষের নিকট থেকে টাকা নিয়ে নিরীহ লোকজন’কে ইয়াবা দিয়ে চালান করা,ইয়াবার মামলায় নাম ডুকিয়ে দেওয়ার হুমকি দানে টাকা আদায়,,কথায়-কথায় নিজস্ব বাহিনী ও পারিবারিক লোকজন নিয়ে যে কাউকে মারধর করতে তেড়ে যাওয়া,দেশীয় ধারালো দা-কিরিচ নিয়ে হামলে পড়া যেনো বেলালের পেশা আর নেশায় পরিণত হয়েছে।চৌকিদার বেলাল ও তার পারিবারিক আত্মীয়স্বজন এবং বাহিনী সদস্যদের হাতে নির্মমতার শিকার হয়নি এমন লোকজনের সংখ্যাও কম না।কিন্তু মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানী করবে,ইয়াবা দিয়ে চালান করাবে কিংবা নিজস্ব বাহিনী এবং পারিবারিক লোকজন দিয়ে মারধর করাবে এমন শংকা আর ভয়ে ভুক্তভোগীরা সহজেই মুখ খুলে না।নিরবে চৌকিদার বেলালের নানা মুখী হয়রানীতে অতিষ্ঠ অনেকেই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে।চৌকিদার বেলালের নানা অপকর্মের কয়েকটি ভিডিও চিত্র ও ছবি রয়েছে।এসব ভিডিও এবং ছবিতে বেলালের বাহিনীর হাতে দেশীয় ধারালো দা-কিরিচ দেখা যায়।স্বয়ং বেলালের নিজের হাতেও দেখা যায় লম্বা ধারালো কিরিচ।অপকর্ম সংঘঠনে ব্যবহার করবন বহু সীম ও মোবাইল।যার কয়েকটি নাম্বার দেওয়া হলো, ০১৮২৭২৫৩৮৪৪,
০১৮৪০৫৬২৭৭৬,০১৫৭৫৩৯২৩৭৪,০১৮৮৭০২২৪৮৮।পুলিশ প্রশাসন ও নিজের চৌকিদারী ক্ষমতার দাপটে হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে জিম্মী করে রেখেছেন ওসি প্রদীপের আমল থেকেই।যা এখনো জিইয়ে রেখেছেন। চৌকিদার বেলালের এহেন অপরাধমুলক কর্মকান্ডের অবসান চেয়ে তার অপকর্মের বিচার চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।এ সংক্রান্তে বেলালের একাধিক নাম্বারে কল দিয়েও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আশু পদক্ষেপ গ্রহণে জেলা পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার(এএসপি সার্কেল)ওসি এবং গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।উল্লেখ্য চৌকিদার বেলাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাটাখালীর পশ্চিম পাড়ার ছৈয়দ আলম,মাতা ও জমিলা খাতুন দম্পতির ছেলে।