ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও সক্রিয়করণ সভা,
মোঃ ইমরান খুলনা জেলা প্রতিদিন :–
রবিবার(২৭ শে অক্টোবর ) সকাল 11 টায় THE USAID আইন সহায়তা অ্যাকটিভিটি এর আর্থিক সহায়তায় DI এর কারিগরী সহায়তায়
ইউনিয়ন লিগাল এইড কমিটির সহযোগিতার
মানবাধিকার সংস্থা রাইটস যশোর এর আয়োজনে
খুলনা জেলার বটায়াঘাটা উপজরপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন লিগাল এইড কমিটি গঠন ও সক্রিয় করন সভা অনুষ্ঠিত হয়। সভা উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি বৃন্দ, তথ্য সেবা সহকারী,পরিবার পরিকল্পনা পরিদর্শক,শিক্ষক, ব্যবসায়ী,আনসার ভিডিপি দলনেতা,N G O কর্মী ।
সভায় রাইটস যশোর এর কার্যক্রম, USAID আইন সহায়তা অ্যাকটিভিটি ও লিগাল এইড আইন 2000 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাইটস যশোর এর D O তপন চন্দ্র দাস।সভাটি পরিচালনা করেছেন রইটস যশোর এর U A শান্তনু মন্ডল।
সভা শেষে সকলে উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতাকরার অঙ্গীকার ব্যাক্ত করেন।