বটিয়াঘাটা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা।
মোঃ ইমরান খুলনা জেলা প্রতিনিধি :--
বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বেন্নাবুনিয়া এলাকায় ২১/ ১০/ ২০২৪ তারিখ সকাল দশটায় বেন্নাবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শুশীল মন্ডলের বড় মেয়ে সাথী মন্ডল (৪০) তিনি বলেন," একই এলাকার সমির মন্ডলের বাড়ি যান।সমির মন্ডল এর হাঁস, মুরগী বাড়িতে এসে ক্ষতি করে বলে বেদে রাখতে বলায়, সমির মন্ডলের স্ত্রী বাসন্তি মন্ডল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করি, বাসন্তী মন্ডল সমির মন্ডল কে নির্দেশ দেয় এবং খারাপ ভাষায় গালি দিয়ে বলে ওকে এমন জাগায মারবে যেন কাউকে দেখাতে না পারে। তখন সমীর মন্ডল কথা শোনা মাত্রই আমার উপর দেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাশের লাঠি লোহার রড দিয়ে আমার বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এবং স্পর্শ কাতর স্থানে গুলোতে আঘাত করে।আমি তখন মাটিতে পড়ে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে কাদার সঙ্গে চেপে ধরে। বাসন্তী মন্ডল আমার বাম কানের দুল ছিড়ে নেয়। আমার ছেলের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা নিয়ে নেয়। আমাদের আত্মচিৎকারে আমার বোন ও বোনের ছেলে সহ আশেপাশে এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে ।এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দেই। বিগত আওয়ামি লীগ আমলে আওয়ামী লীগ নেতাকর্মী বিভিন্ন নেতারা তার বাড়ি যাতায়াত করত সেই পাওয়ারে এলাকার লোকজনের সাথে সে খারাপ ব্যবহার করত। অনৈতিক কাজকর্ম চলত।সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রতিবাদ করি বিধায় কোন উসিলা না পেয়ে আমাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে।আমার ছেলেকে বিভিন্ন মামলার হুমকি দেয়, আমার বোনকে মেরে ফেলার হুমকি দেয় আওয়ামী লীগের আমলে নেতাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পারেনি। আমরা সাধারণ এলাকাবাসী সহ সকলের সুস্থ তদন্ত ও এর উপযুক্ত একটি বিচার হয়।"