বটিয়াঘাটা, গোন্ধামারী গ্রামে চোরাই ভ্যান উদ্ধারঃ
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
বটিয়াঘাটা, খুলনা, গোন্দামারী গ্রামে চোরাই ভ্যান উদ্ধার, জাহাঙ্গীর মোল্যা, পিতা- আতিয়ার মোল্যা, গ্রাম গাওঘরা১৯/১০ শনিবার মাগরিব এর আযানের পর বাড়ির সামনে ভ্যান রেখে বাড়ির ভিতরে যায়,বাড়ি ভিতর থেকে এসে দেখে ইজিভ্যান নেই । তখন তারা বিভিন্ন যায়গায় খোজাখুজি শুরু করেন,খুজতে খুজতে,১৯ অক্টোবর শনিবার ৭.৩০ মিনিটে গোন্দামারী গ্রামের ভিতর দিয়ে ২ টি ছেলে, গাড়ি রাস্তায় রেখে জল খাওয়ার জন্য বাড়ির ভিতর যায়, তখন ভ্যান খুজতে আসা জাহাঙ্গীরের বোন সহ ২ জন ভ্যান রাস্তার উপর দেখে বলে এইটা আমাদের ভ্যান, তখন চোর ২ টা জলের গ্লাস ফেলে দৌড় দিয়ে বিলে ধান বোনে পালিয়ে যায়, অনেক খোজাখুজির পর চোরদের পাওয়া যায়না।৬ নং গঙ্গারামপুর ওয়ার্ডের সদস্য মোঃ কামরুল সহ স্থানিয় বি এন পি নেত্রীবৃন্দের সামনে ভ্যান টির মালিক জাহাঙ্গীর হাতে তুলে দেওয়া হয়।