মোঃ ইমরান খুলনা জেলা প্রতিনিধি :–
বটিয়াঘাটা উপজেলায় মাছের ঘেরে বিষ প্রয়োগের কারনে ৩ লক্ষাধীক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আনু মানিক ২ টার দিকে রাতে উপজেলার বালিয়া ডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া গ্রামের ঘাটেরকাছে এলাকার মোহাম্মদ হালিম শেখ ঘেরে এ ঘটনা ঘটে।ঘের মালিক মোহাম্মদ হালিম শেখ জানান, আমার মিজের ১ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করেন।বৃহস্পতিবার ্আনুমানিক রাত ২ টার দিকে আমাদের এলাকার দুজন লোক মাছ ধরার কাজে নদীতে যায়। নৌকা বেদে এসে দেখতে পায়, আমার ঘেরের পাশে কয়েকজন লোক দেখা যায় সে আমাদের তাৎক্ষণিক ফোন করলে আমি রাতে ঘটনা স্থলে ছুটে আসি। দেখি আওয়ামী লীগের নেত্রী আনজিরা বেগমের ছেলে, মামলা বাজ সন্ত্রাসী ভূমি দস্য আওয়ামী লীগের আমল থেকে তানজিরা বেগমের প্রভাব দেখিয়ে আমাদের দীর্ঘদিন ধরে ক্ষতি সহ আমাদের নামে মিথ্যা মামলা করে আসছে, আশরাফ আলী মিঠু(৪৫), রমজান (৩০), মোস্তাফিজুর রহমান (৩৪), মোস্তাকিন (২৮), আমার সাথে বাকবিতণ্ড হয় তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়,শুক্রবার সকালে ৭ টায় ঘেরে এসেই দেখি ঘেরের সব মাছ মরে ভেষে উঠেছে। এতে আমাদের তিন লক্ষাধীক টাকার মাছ মরা গেছে। গত সপ্তাহে ঘেরে আরো মাছ ছাড়া হয়। আমাদের ঘেরের জিনিসপত্র চুরি হয়েছে। আমরা মাছ চাষ করার জন্য আমরা বিভিন্ন এনজিও থেকে কয়েক লক্ষ্য টাকা ঋন নিয়ে সাদা মাছের চাষ করে আসছি। সে ঋনগুলো এখনো চলমান রয়েছে। আমরা এখন পথে বসে গেছি। এনজিওর টাকা পরিশোধ করবো কিভাবে বুঝতে পারছি না। এ ব্যাপারে বটে আগাটা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।