সুখদাড়া বাজারে ইস্টার্ন ব্যাংক পিএলসি শাখার ইবিএল এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধনঃ
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের সুখদাড়া বাজারে, ইস্টার্ন ব্যাংক পি এল সি খুলনা শাখার, ইবিএল এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা ইস্টার্ন ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার, শেখ রবিউল ইসলাম, সহকারী ম্যানেজার জান্নাতুল উম্মি হালিমা, সুখদাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ সরদার, সাংবাদিক নজরুল ইসলাম, তন্ময় রায়, গাজী সিরাতুম মুস্তাকিম, প্রদীপ মন্ডল, সহ বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তো করেন ডক্টর বিভূতি রায় (প্রকৌশলী), উক্ত প্রেজেন্ট আউটলোড থেকে আপনি যে সুবিধা পাবেন।১ মিনিটে একাউন্ট খোলার সুবিধা
ফ্রি নগদ জমা /উত্তোলন. ফ্রি ব্যালেন্স অনুসন্ধানের সুবিধা, বোনাস সহ রেমিটেন্স উত্তোলন, যে ফান্ড ট্রান্সফার সুবিধা, সুরক্ষিত ফিক্সড ডিপোজিট ও ডিপিএস সুবিধা,সহজ শর্তে ঋণ ও ক্রেডিট কার্ড নেওয়ার সুবিধা, বিভিন্ন প্রকারের বিল পরিশোধ, বেতন-ভাতা বৃত্তি ও পেনশন গ্রহন সুবিধা, এটিএন বুথ থেকে কার্ডের মাধ্যমে সার্বক্ষণিক টাকা তোলা সুবিধা থাকছে।