টেকনাফে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী
জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোনো অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্যই দলটি এই সিদ্ধান্ত নেয়।
শনিবার (১২ অক্টোবর) রাত ৭টা থেকে
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর নির্দেশনায় জেলা বিএনপির সদস্য ও হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি, নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, আফসার কামাল ছিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক, জহুর আলম,সিনিয়র সহ-সভাপতি, হেলাল উদ্দিন।
দপ্তর সম্পাদক, জুলফিকার আলী ভুট্টো।নুরুল আমিন চৌধুরী ও হ্নীলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকীর নেতৃত্বে হ্নীলা শ্রী শ্রী হরে কৃষ্ণ রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পূজা মণ্ডপ অনুষ্ঠান পরিদর্শন শেষে জেলা বিএনপির সদস্য ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার বিএনপি সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী বলেন,জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী নির্দেশে টেকনাফ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়।
হ্নীলা ইউনিয়নের দক্ষিণ শাখার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল নেতাকর্মীদের সেই নির্দেশনা দিয়েছি আমরা।
সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে
বিএনপি নেতারা আরো বলেন,আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোনো অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না।বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরে তাঁরা পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।