বটিয়াঘাটায় জামায়াতে ইসলামের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।
মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :–
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে বটিয়াঘটা উপজেলা শাখার বাংলা দেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সকাল সাতটায় স্থানীয় বটিয়াঘাটা জামায়াতে ইসলামের নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানা আমির মাওলানা শেখ আবু ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী মইনুল ইসলাম খুলনা জেলা সহকারি সেক্রেটারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিৃৃত ছিলেন এডভোকেট আবু ইউসুফ মোল্লা খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য এছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা নায়েবে আমি হাফেজ মাওলানা আশরাফ, আলী সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস সহকারী সেক্রেটারি মাওলানা হুমায়ুন বাইতুল মাল সেক্রেটারি আব্দুল কাদের গাজী অনুষ্ঠান পরিচালনায় ও বাস্তবায়নে বটিয়াঘাটা সদর ইউনিয়ন সভাপতি বটিয়াঘাটা প্রেসক্লাবের কোষাধক্ষ্য তরিকুল ইসলাম বটিয়াঘাটার সিনিয়র ৬ টি ইউনিয়ন থেকে প্রায় দেড় শতাধিক কর্মী
অনুষ্ঠানে যোগদান করেন। সকাল সাতটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী হিসেবে এখানে শিক্ষা শিবির এসেছেন আপনাদের এক একজন কর্মী কে একজন সমাজকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমাদেরকে একেক জন কর্মীকে তার দ্বীনি দায়িত্ব সঠিকভাবে পালন করে রোকনিয়াতে শপথের দিকে অগ্রসর হতে হবে আমাদের উদ্দেশ্যেই হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা।