সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল পটিয়াবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
—————————————-
মোঃ হাসানুর জামান বাবু।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম-১২ পটিয়া থেকে একাধিকবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকা পটিয়াবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী-গরিব নির্বিশেষে, সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে, এটাই আমার প্রত্যাশা। কোনো বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। আমি সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায়, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মনে করি, বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যানে কাজ করবে।
গাজী জুয়েল বলেন,চট্টগ্রামের পটিয়া পুরো দেশের কাছে পরিচিত একটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রতি জায়গা।আমাদের সেই ঐতিহ্য ও ইতিহাসে কেউ যেন কখনো কলংকের দাগ লাগতে না পাড়ে সেই বিষয়টি দল ধর্মবর্ণ সলক শ্রেণী পেশার মানুষকে মাথায় রেখে সজাগ দৃষ্টি রাখতে হবে।