1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১ ১৬ ডিসেম্বর ঢাকা স্বাদীনির পর,  প্রচন্ড  যুদ্ধের পর ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনাঃ নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ঢাকায় আটক

প্রতারণা করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা মেজার ক্যাপ্টেন পরিচয়দানকারী সৌরভ খুলনা প্রতিনিধি।

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পঠিত

প্রতারণা করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা মেজার ক্যাপ্টেন পরিচয়দানকারী সৌরভ
খুলনা প্রতিনিধি।

প্রতারক সৌরভ নিজেকে সেনাবাহিনীর মেজর, বা কাউকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী দিবে বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

 

যতই দিন যাচ্ছে, বাংলাদেশের বেকারত্ব বেড়েই চলছে। বেকারত্ব এখন দেশের জাতীয় সমস্যা। বেকারত্বের কারণে দেশের তরুণরা ঝুঁকে পড়ছে আত্মহননের দিকে। হতাশায় জীবন কাটাচ্ছেন লাখ লাখ যুবক। কর্মসংস্থান সময়ের তুলনায় কম। ফলে যেখানেই চাকরির বিজ্ঞাপন দেখছেন বা খোঁজ পাচ্ছেন, সেখানেই ছুটছেন চাকরিপ্রত্যাশীরা।
সেই সুযোগে কিছু প্রতারক চক্র বেকারত্বকে পুঁজি করে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।

লোভনীয় অফার দিয়ে সহজ সরল দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে চাকুরীর ফাঁদে ফেলে, চাকুরী তো আর কোনদিন হয় না, ভাগ্যের পরিহাস গরিব অসহায় দারিদ্র মানুষের, গ্রামের জায়গা, জমি, বাড়িঘর, গরু, ছাগল, মায়ের গহনা পর্যন্ত বিক্রি করে টাকা এনে দেয় এই চক্রের হাতে ভালো একটি চাকুরীর আশায়।

চাকুরীর নামে হতাশা চাকুরী তো মিলেই না কিন্তু লাফাত্তা হয়ে যায় প্রতারণা করা কোম্পানি। প্রশাসন এদের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নিলেও জেল খেটে কারাগার থেকে বের হয়ে আবারো করছে প্রতারণা ব্যবসা। সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ এখনই সময় এসেছে এদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতে হবে, না হলে দেশের মানুষ আরো বিপদগ্রস্ত হয়ে পড়বে।

প্রতারক সৌরভ বিভিন্ন সিকিউরিটি কোম্পানির নাম ঠিকানা ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে সাধারণ লোকদের প্রলুব্ধ করতো। চাকুরীপ্রার্থীদের কাছ থেকে ফরম, ইউনিফরম কেনা সিকিউরিটি মানি বাবদ টাকা নিয়ে সেটা আত্মসাৎ করতো। চাকুরী না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো ও মারধোর করানো হতো।

বিভিন্ন মানুষকে বিভিন্ন পরিচয় দেয়া প্রতারক ক্যাপ্টেন এস এম সৌরভ হোসাইন, ক্যাপ্টেন জাকারিয়া হোসাইন। প্রতারকের প্রকৃত নাম সৌরভ বাড়ি নড়াইল। তাহার নামে হাজারিবাগ থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। সৌরভ বর্তমান এ সেফ জোন সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অফিস এ বসে চাকুরীর নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

সৌরভ দীর্ঘদিন যে সকল সিকিউরিটি কোম্পানিতে চাকুরী ও পাশা পাশি অপরাধ মূলক কাজ করে আসছেন। ভূয়া ক্যাপ্টেন এর সহযোগি হলেন নয়ন হোসেন সাগর, রুদয় ও পুলিশ নাম ধারী লিখন। সৌরভ হোসাইন একাধিক মামলার আসামি বলে জানা যায় ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park