টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ প্রকাশ ছুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার) এর মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় ভিকটিম বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শামলাপুর পুরানপাড়ার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) কে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে অজ্ঞাতনামা আসামীরা অপহরন করে নিয়ে যায়। পরবর্তিতে রাতে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলবে বলেন।পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেন।
পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর ভিকটিম আসামী সোহেলকে শীলখালী এলাকায় দেখতে পেয়ে চিনতে পারায় তার নাম ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর জানানো হয়।ভিকটিমের দেওয়া তথ্যমতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আসামী সোহেলকে গ্রেফতার করে। আসামী সোহেল ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।এবং তার সঙ্গীয় হিসেবে আব্দুল্লাহ প্রকাশ ছুট্রুসহ আর ৯/১০ জন ছিলো বলে স্বীকার করেন।পরবর্তীতে ধৃত আসামী সোহেল এর দেওয়া তথ্যমতে আসামী আব্দুল্লাহ প্রকাশ ছোট্টুকে গ্রেফতার করে। অন্যান্য আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।মামলা রুজু শেষে ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।